Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জন সমুহ

প্রশিক্ষনের মাধ্যমে দ্ক্ষ জনগোষ্টি সৃষ্টি করা,বিভিন্ন সমিতির মাধ্যমে নারি উদ্যক্তা তৈরি করা ,ক্ষুদ্র ঋীণ প্রদানের মধ্যমে  মহিলাদের আত্মকর্ম সংস্থান,নারীদের আইনী সহয়াতা প্রদান এবং বাল্যবিয়ে বন্ধে লক্ষে জন সচেতনতা মুলক বৈঠক ও শতভাগ বাল্যবিয়ে বন্ধের লক্ষে নানা ধারনের কার্যক্রম গ্রহন । দুস্থ মহিলাদের সহায্য প্রদানের প্রতিমাসে 30 কেজি ভিজিডি চাল বিতরণ করা হয় এছাড়াও মাতৃত্বকালীন ভাতাপ্রদানের লক্ষে প্রতিমাসে 800টাকা হারে ভাতা ভোগীদের প্রদান করা হয়। প্রতি ইউনিয়নে 1টি করে কিশোর কিশোরী ক্লাব স্থাপন করে সেখানে 30জন কিশোর কিশোরিকে আবৃত্তি সংগীত ও জেন্ডার বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়  প্রতি ক্লাসে 30 জন কিশোর কিশোরিকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়। কোটথেকে প্রেরিত মাললার তদন্ত পূর্বক দুইটি পরিবারের মাধ্যে মামলার আপশ করারর চেষ্টা করাহয় এবং বাদিকে মহিলা বিষয়কের মধ্যমে সহযোগীতা করার চেষ্ঠা করা হয়।